আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক প্রকাশ

আমার দেশ অনলাইন

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চীন।

বিজ্ঞাপন

বুধবার সকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠান। শোকবার্তায় বলা হয়, বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে আজীবন স্মরণ করবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়ার অবর্তমানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ-চীন সম্পর্কের এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে আগ্রহী।

চীনের পক্ষ থেকে মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...