উপদেষ্টা রিজওয়ানা হাসান

ভালো পরিবেশের অভাবে কমছে মানুষের গড় আয়ু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৬: ২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আবাসনের পাশাপাশি বনভিত্তিক পরিবেশও জরুরি। বসবাসের পাশাপাশি মানুষকে পরিবেশের কাছাকাছি থাকতে হবে। ভালো পরিবেশের অভাবে এ দেশের মানুষের গড় আয়ু ৬ বছর কমে গেছে।

বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর এলাকায় বনায়ন কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

বিজ্ঞাপন

বনায়ন কর্মসূচি উপলক্ষে পূর্বাচল নতুন শহরের ১১ নম্বর সেক্টরের হারারবাড়ি চত্বরে বৃক্ষরোপণ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি আরো বলেন, সরকার ‘জিরো সয়েল’ ধারণা নিয়ে এগিয়ে যাচ্ছে। মহানগরীর ধুলা দূর করতে কোনো উন্মুক্ত স্থান না রাখাই হলো জিরো সয়েল কর্মসূচি।

এ কর্মসূচি বাস্তবায়নে সরকারি সংস্থার পাশাপাশি নগরবাসীকেও সচেতনভাবে অবদান রাখতে হবে। রাজউকের ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন, ভূমি বরাদ্দের পাশাপাশি সবুজায়নের গুরুত্ব বুঝে সে অনুযায়ী কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ সময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, দীর্ঘ সময় পর প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে কাজ করতে পারছে। রাজউকের প্রচেষ্টা থাকবে সবাইকে সঙ্গে নিয়ে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা শহর গড়ে তোলা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকাকে বাসযোগ্য ও পরিবেশগতভাবে প্রস্তুত না করতে পারলে অনেক সমস্যা ভোগ করতে হবে। তাই একে জলবায়ু-সহনশীল শহরে রূপান্তরে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতে হবে, যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, বন বিভাগ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত