আমার দেশ সম্পাদকের মায়ের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের সদস্যদের শোক

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৯: ৪১
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২০: ৪৩

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

পৃথক শোক বাণীতে তারাঁ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রোববার ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকাহ কিডনি হাসপাতালে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম মারা যান।

মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসাইন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মোরশিদ, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আকতার প্রমুখ।

শোকবার্তায় উপদেষ্টারা আরো বলেন, আমরা একজন গুণী মানুষকে হারিয়েছি। হারিয়েছি একজন মহান শিক্ষক এবং সংগ্রামী নারীকে ।

উপদেষ্টাদের কয়েকজন মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুর সংবাদ শুনে তার বাসভবনে যান এবং তার স্ত্রীর সাথে দেখা করেন। উপদেষ্টারা কিছু সময় তার পাশে থাকেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত