চট্টগ্রামের জলাবদ্ধতা ৭৫ শতাংশ নিরসন হয়েছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৮: ৫০
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া পদক্ষেপের ৮৮ শতাংশ বাস্তবায়ন হওয়ার ফলে সেখানে ৭৫ শতাংশ জলাবদ্ধতা নিরসন হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনে চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এমন তথ্য জানান উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বিজ্ঞাপন

বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চট্টগ্রাম মহানগরের জলবদ্ধতা নিরসনের জন্য সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলোর অগ্রগতি নিয়ে একটা সভা হয়েছে।

সভায় চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিভাগী কমিশনার জিয়াউদ্দিন আহমেদও ছিলেন।

বৈঠকের আলোচনার বরাত দিয়ে আজাদ মজুমদার বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে যে বড় চারটি প্রকল্প নেওয়া হয়েছে তার ৮৮ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, ৩৪ ইঞ্জিনিয়ার কন্টস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার জেনারেল শামসুল আলম বৈঠকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী বিভিন্ন উদ্যোগের ফলে চট্টগ্রামের জলাবদ্ধতা ইতিমধ্যেই ৭৫ শতাংশ নিরসন করা সম্ভব হয়েছে।

সভায় উপস্থাপন করা প্রতিবেদনে বলা হয়, “চট্টগ্রাম মহানগরের ২০২৩ সালে ১১৩টা স্পটে ৮ ঘন্টা জলাবদ্ধতা ছিল। ২০২৫ সালে এসে এটা কমে ২১টি স্পটে দুই থেকে চার ঘন্টা জলাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ ছিল। আগামী বছর জলাবদ্ধতাপ্রবণ জায়গার সংখ্যা ১০টিতে নেমে আসবে। ২০২৭ সালে সালে চট্টগ্রাম মহানগরের জমাবদ্ধতা পুরোপুরি সহনীয় মাত্রা চলে আসবে।”

বর্জ্য ব্যবস্থাপনাকে চট্টগ্রামের জলাবদ্ধতার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রামের নদী খাল, নালাগুলোতে প্রতিদিন ৪০০ টন বর্জ্য জমা হচ্ছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, চট্টগ্রামে প্রতিদিন প্রায় ৩২০০ টন বর্জ্য উৎপাদন হয়। সিটি কর্পোরেশনের বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতিদিন ২৭০০ টন থেকে ২৮০০ টন বর্জ্য অপসারণ করা সম্ভব হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত