আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৩ হাজার টাওয়ার অচল

প্রবল বৃষ্টি-বিদ্যুৎ বিভ্রাটে মোবাইল ও ইন্টারনেট সেবা বিঘ্নিত

স্টাফ রিপোর্টার

প্রবল বৃষ্টি-বিদ্যুৎ বিভ্রাটে মোবাইল ও ইন্টারনেট সেবা বিঘ্নিত

প্রবল বৃষ্টি ও ক্রমাগত নিম্নচাপের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। মোবাইল অপারেটর কোম্পানি সূত্রে জানা যায়, বৃষ্টি ও নিম্নচাপের কারণে প্রায় ১৩ হাজার টাওয়ার অচল হয়ে গেছে। এর মধ্যে গ্রামীণফোনের চার হাজার ৪৭৪টি, বাংলালিংকের তিন হাজার ২০টি এবং রবির পাঁচ হাজার ৫০০টি সাইট রয়েছে।

দুর্যোগের বেশি প্রভাব পড়েছে উপকূল অঞ্চলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নেটওয়ার্ক সেটঅ্যাপে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে এলেই নেটওয়ার্ক সচল হবে। আবহাওয়াজনিত মোবাইল সমস্যার কারণটি গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিজ্ঞাপন

তার দেওয়া তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত মোট আট হাজার ২৬২টি সাইট বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে ‘মেইনস ফেইলুর’ অবস্থায় রয়েছে, যা মোট সাইটের ৪৪ শতাংশ। বর্তমানে দেশে মোট ৬৪ দশমিক ২ শতাংশ সাইট সচল রয়েছে।

তৈয়্যব ফেসবুকে লিখেছেন, ‘নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাস ও বিদ্যুৎহীন পরিস্থিতির কারণে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবার কর্মীরা।’

তিনি আরো লিখেছেন, ‘দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বরিশাল, দক্ষিণ সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও দক্ষিণ চট্টগ্রামে।’

নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা আমার দেশকে জানান, ‘রাত থেকে সকাল পর্যন্ত কিছু টাওয়ারে সংযোগে সমস্যা ছিল। আস্তে আস্তে তা ঠিক করা হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন