১৩ হাজার টাওয়ার অচল
স্টাফ রিপোর্টার
প্রবল বৃষ্টি ও ক্রমাগত নিম্নচাপের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। মোবাইল অপারেটর কোম্পানি সূত্রে জানা যায়, বৃষ্টি ও নিম্নচাপের কারণে প্রায় ১৩ হাজার টাওয়ার অচল হয়ে গেছে। এর মধ্যে গ্রামীণফোনের চার হাজার ৪৭৪টি, বাংলালিংকের তিন হাজার ২০টি এবং রবির পাঁচ হাজার ৫০০টি সাইট রয়েছে।
দুর্যোগের বেশি প্রভাব পড়েছে উপকূল অঞ্চলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নেটওয়ার্ক সেটঅ্যাপে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে এলেই নেটওয়ার্ক সচল হবে। আবহাওয়াজনিত মোবাইল সমস্যার কারণটি গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তার দেওয়া তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত মোট আট হাজার ২৬২টি সাইট বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে ‘মেইনস ফেইলুর’ অবস্থায় রয়েছে, যা মোট সাইটের ৪৪ শতাংশ। বর্তমানে দেশে মোট ৬৪ দশমিক ২ শতাংশ সাইট সচল রয়েছে।
তৈয়্যব ফেসবুকে লিখেছেন, ‘নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাস ও বিদ্যুৎহীন পরিস্থিতির কারণে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবার কর্মীরা।’
তিনি আরো লিখেছেন, ‘দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বরিশাল, দক্ষিণ সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও দক্ষিণ চট্টগ্রামে।’
নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা আমার দেশকে জানান, ‘রাত থেকে সকাল পর্যন্ত কিছু টাওয়ারে সংযোগে সমস্যা ছিল। আস্তে আস্তে তা ঠিক করা হচ্ছে।’
প্রবল বৃষ্টি ও ক্রমাগত নিম্নচাপের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সেই সঙ্গে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। মোবাইল অপারেটর কোম্পানি সূত্রে জানা যায়, বৃষ্টি ও নিম্নচাপের কারণে প্রায় ১৩ হাজার টাওয়ার অচল হয়ে গেছে। এর মধ্যে গ্রামীণফোনের চার হাজার ৪৭৪টি, বাংলালিংকের তিন হাজার ২০টি এবং রবির পাঁচ হাজার ৫০০টি সাইট রয়েছে।
দুর্যোগের বেশি প্রভাব পড়েছে উপকূল অঞ্চলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নেটওয়ার্ক সেটঅ্যাপে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে এলেই নেটওয়ার্ক সচল হবে। আবহাওয়াজনিত মোবাইল সমস্যার কারণটি গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তার দেওয়া তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত মোট আট হাজার ২৬২টি সাইট বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে ‘মেইনস ফেইলুর’ অবস্থায় রয়েছে, যা মোট সাইটের ৪৪ শতাংশ। বর্তমানে দেশে মোট ৬৪ দশমিক ২ শতাংশ সাইট সচল রয়েছে।
তৈয়্যব ফেসবুকে লিখেছেন, ‘নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাস ও বিদ্যুৎহীন পরিস্থিতির কারণে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবার কর্মীরা।’
তিনি আরো লিখেছেন, ‘দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বরিশাল, দক্ষিণ সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও দক্ষিণ চট্টগ্রামে।’
নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা আমার দেশকে জানান, ‘রাত থেকে সকাল পর্যন্ত কিছু টাওয়ারে সংযোগে সমস্যা ছিল। আস্তে আস্তে তা ঠিক করা হচ্ছে।’
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেতিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
৩ ঘণ্টা আগে