নেপালে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশটির সরকার বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত সব ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে আজকের নির্ধারিত ঢাকা–কাঠমান্ডু–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ. বি. এম. রওশন কবীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ৯ সেপ্টেম্বর এবং আজকের স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের অবহিত করা হবে।
নেপালগামী যাত্রীদের সর্বশেষ ফ্লাইট-সংক্রান্ত তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারে (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬) সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

