উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৪: ৫৬

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জানা গেছে, গত ২২ মে দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে সংস্থাটির একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি উপদেষ্টার এপিএস হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের কাছে মোয়াজ্জেম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে।

গত ২২ এপ্রিল মোয়াজ্জেম পদত্যাগ করেন। এরপর ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই গণমাধ্যমকে জানান, সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুদকের প্রতি অনুরোধ জানিয়েছেন।

দুদক জানায়, মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ শেষে আরো যাচাই-বাছাইয়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত