আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ- এ সংবাদ প্রকাশ

রাশিয়ায় সৈনিক নিয়োগ সিন্ডিকেটে জড়িত ৪ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত

স্টাফ রিপোর্টার
রাশিয়ায় সৈনিক নিয়োগ সিন্ডিকেটে জড়িত ৪ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত

রাশিয়ায় সৈনিক নিয়োগে জড়িত চার রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের কার্যক্রম স্থগিত (সার্ভার লক) করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।

রিক্রুটিং এজেন্সিগুলো হলো- বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড (আরএল ১৩৩৪), এসপি গ্লোবাল রিসোর্স (আরএল ২২৫৩), ম্যানিজ পাওয়ার করপোরেশন (আরএল ৯৭৩) এবং আল এরাবিয়ান প্লেসমেন্ট লিঃ (আরএল-১০৬২)।

বিজ্ঞাপন

এর আগে, ১২ নভেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় 'শ্রম রপ্তানির আড়ালে রাশিয়ায় সৈনিক নিয়োগের সিন্ডিকেট' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে চারটি এজেন্সির কথা তুলে ধরে প্রতিবেদন উল্লেখ করা হয়, শ্রম রপ্তানির নামে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় পাঠিয়ে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে সংঘবদ্ধ একটি চক্র। ভালো চাকরির লোভ দেখিয়ে তারা দেশের বিভিন্ন জেলার যুবকদের যুদ্ধের ময়দানে ঠেলে দিচ্ছে। মূলত ঢাকার বাইরের ২৫ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-যুবকদেরই টার্গেট করছে এ নেটওয়ার্ক।

পরবর্তীতে ডিসেম্বরের দুই তারিখে প্রতিবেদনে উল্লেখ করা রিক্রুট এজেন্সি এবং রাশিয়ায় নিখোঁজদের পরিবারের সাথে গণশুনানিতে বসে মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে অভিযুক্ত রিক্রুট এজেন্সিগুলোর লাইসেন্সের কার্যক্রম স্থগিত করা হয়।

এ বিষয়ে মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ এর যুগ্ম সচিব এজেডএম নুরুল হক বলেন, আমার দেশ এ সংবাদ প্রচার হওয়ার পর আমরা এ বিষয়ে বিভিন্ন খোঁজ খবর নিয়েছি। যেসব এজেন্সির নাম আনা হয়েছে আমরা তাদের এবং নিখোঁজদের পরিবারের সাথে আলাপ আলোচনা করেছি। সেই প্রেক্ষিতে লাইসেন্সের কার্যক্রম স্থগিত (সার্ভার লক) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন