ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মহানগর (পূর্ব) এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।
এর আগে গত বৃহস্পতিবার ২২ জানুয়ারি একই আদালত রুবেলের ছয় দিনের রিমান্ডে মঞ্জুর করেন। গত ২১ জানুয়ারি বুধবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি।
এ মামলার তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, আসামি রুবেল রিমান্ডে অনেক তথ্য দিয়েছে। যাচাই বাছাই করার জন্য আরও তথ্য দরকার। এসব কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ডে নেয়া প্রয়োজন। তবে এসময় আসামি রুবেলের পক্ষে কোনো আইনজীবী ছিল না।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে বলেন, হাদি হত্যার ঘটনা হুটহাট করে হয়নি। সে অন্যতম আসামি। তার কাছে দুইটা মোবাইল পাওয়া গেছে। ফরেনসিকে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে আরও তথ্য পাওয়া যাবে। মামলার ন্যায় বিচারের স্বার্থে তাকে সাতদিনের রিমান্ড মঞ্জুরের দাবি জানাচ্ছি।
আদালতের অনুমতি নিয়ে আসামি রুবেল বলেন, ‘মাননীয় আদালত, যে রুবেল জড়িত সেই কামরুজ্জামান রুবেল আমি না। আমি একটা চাকরি করি। হত্যাকাণ্ডের কোনে জায়গায় জড়িত না। আমার বাসা আদাবর ছিল এজন্য মনে করেছে যে ওই রুবেল আমি।’
এর জবাবে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, সে রুবেলে এবং এ মামলায় অভিযুক্ত আসামি তার নামও রুবেল। তবে এই রুবেলও হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী। এ আসামি রুবেল ছয়দিনের রিমান্ডে তা স্বীকারও করেছেন। পরে আদালত বলেন আপনাকে ওই রুবেল হিসেবে ধরা হয়নি।’
এরপরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

