ঢাকার ডেমরা এলাকায় সিটি কর্পোরেশেনর একটি ময়লা পরিবহণের গাড়ির ধাক্কায় দুই তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। স্থানীয় ধার্মিকপাড়ায় (মিনি কক্সবাজার রোড হিসেবে পরিচিত) শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর শিক্ষার্থী তাহসিন তপু (২৫) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)। তারা এলাকার এক বড় ভাইয়ের হলুদ অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন।
ঘটনার সময় তারা মোটরসাইকেল ব্যবহার করছিলেন। উদ্ধারকারীদের মধ্যে থাকা তাওসিফ নামে এক ব্যক্তির বর্ণনা অনুযায়ী, তারা কয়েকজন মিলে চা খাওয়ার সময় তাহসিন ও ইরাম সংক্ষিপ্ত ভ্রমণে বের হন। কিছুদূর যাওয়ার পর বিকট শব্দ শুনে এগিয়ে গেলে দেখা যায়, ময়লার গাড়িটির নিচে মোটরসাইকেল আটকে আছে এবং দুজন রাস্তায় পড়ে আছেন।
আহত অবস্থায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রথমে তাহসিনকে এবং পরে ইরাম হৃদয়কে মৃত ঘোষণা করেন। নিহতদের দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়লা পরিবহণের গাড়িটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন এবং তাকে আটকের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই সড়কে চলাচলকারী সিটি কর্পোরেশনের ময়লা সংগ্রহ গাড়ির অনেক চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে যানবাহন চালান। তারা নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা করে না বলে অভিযোগ উঠেছে।
নিহত তাহসিন তপু ডেমরা সানারপাড়া এলাকার বাবুলের সন্তান। ইরাম হৃদয়ের বাসা চিটাগং রোডে।

