আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, গ্রেপ্তার ৪

আমার দেশ অনলাইন
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, গ্রেপ্তার ৪

রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির কোতয়ালী থানা ২ জন ও র‌্যাব দুজনকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আজ দুপুরে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এর পর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুইজন আসামিকে র‌্যাব গ্রেপ্তার করে।

গত ৯ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করে। এ ঘটনার ভিডিও সর্বত্র তোলপাড় সৃষ্টি করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন