ওসমান হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভাসানী জনশক্তি পার্টি। শনিবার গণমাধ্যমে পাঠানো দলটির দপ্তর সম্পাদক সরফরাজ হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম যৌথ বিবৃতিতে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ওসমান হাদি জীবনকে বাজি রেখে সামনে থেকে লড়াই সংগ্রাম করেছেন, ছাত্রদের সংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন সংগঠিত করেছেন। তিনি ভারতীয় আগ্রাসনের ঘোরতর বিরোধী কণ্ঠস্বর। ৫ আগস্টের পর অনেকে যখন নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত তখন ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন।
হাদির ওপর হামলা প্রসঙ্গে বলতে গিয়ে বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত ঠিক তখনই তার ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওসমান হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভাসানী জনশক্তি পার্টি মনে করে এ হামলার পিছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে।
এ সময় হামলার মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র আছে কি-না তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

