মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১: ৫৪
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৪: ২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার জঙ্গি সন্দেহে যাদের আটক করা হয়েছে, তারা বাংলাদেশি জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তিনজনকে দেশে পাঠানো হয়েছে।

রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি।

তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো তথ্য আপনারা দিতে পেরেছেন? যেহেতু জঙ্গি নাই, আপনারা তথ্য দিতে পারেননি। আগে ছিল, আপনারা তথ্য দিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত