আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনস্বাস্থ্য প্রশিক্ষণ ও গবেষণায় অগ্রণী ভূমিকা রাখছে নিপসম: স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

জনস্বাস্থ্য প্রশিক্ষণ ও গবেষণায় অগ্রণী ভূমিকা রাখছে নিপসম: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য সুরক্ষাকল্পে প্রতিরোধমূলক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন ও জাতির স্বাস্থ্য সেবার মানোন্নয়নে দক্ষ জনস্বাস্থ্য জনবল তৈরি, জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে নিপসমের অগ্রণী ভূমিকা রয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, অ্যাান্টিবায়োটিক প্রতিরোধ, সংক্রামক ও অসংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মতো নতুন পরিস্থিতি মোকাবেলায়ও নিপসমের গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রয়োজন আছে।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এতে উপস্থিত ছিলেন নিপসমের সকল অনুষদবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী বিশেষ আয়োজনে সংক্রামক ও অসংক্রামক ব্যাধি ও পরিবেশগত স্বাস্থ্য নিয়ে নিপসমের গবেষণা ও অবদানের ওপর আলোচনা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, করোনা মহামারির সময় নিপসম জনস্বাস্থ্য প্রশিক্ষণ ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি নিপসমকে জনস্বাস্থ্য গবেষণায় প্রাধান্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য সংস্থাগুলোর সাথে যোগাযোগ বাড়ানো এবং সংযোগ স্থাপনের ব্যাপারে জোর দেন।

আলোচনা সভায় নিপসম পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম প্রতিষ্ঠানের ৫১ বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠার সময় দু'টি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স নিয়ে যাত্রা শুরু করে নিপসম এবং বর্তমানে ৯টি এমপিএইচ প্রোগ্রাম ও একটি এমফিল কোর্স পরিচালনা করছে। প্রতি বছর নিপসমের অনুষদ ও শিক্ষার্থীবৃন্দ একত্রে অসংখ্য থিসিস ও গবেষণা প্রকল্প সম্পন্ন করেন। এসব গবেষণা মূলত জনস্বাস্থ্য, রোগ প্রতিরোধ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, এবং স্বাস্থ্যব্যবস্থাপনা বিষয়ে নতুন তথ্য ও জ্ঞান তৈরি করে। গবেষণার ফলাফল নীতি নির্ধারণ, স্বাস্থ্যসেবা পরিকল্পনা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরো কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিপসম গত পাঁচ দশকে কয়েক হাজার জনস্বাস্থ্য পেশাজীবী তৈরি করেছে, যারা দেশ-বিদেশে জনস্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, জনস্বাস্থ্য আমাদের জাতির সুস্থতার ভিত্তি, যা রোগ প্রতিরোধ, স্বাস্থ্য উন্নয়ন ও জীবন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিপসম দক্ষ জনস্বাস্থ্য পেশাজীবী গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্যসেবা কর্মীদের জরুরি চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষমতায়ন করে। কঠোর গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রমাণভিত্তিক নীতি ও কার্যকর হস্তক্ষেপের কৌশল তৈরি করে, যা স্থানীয় ও বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নিপসম শুধু একাডেমিক শিক্ষাই নয়, বরং স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, নিপসম শুধুমাত্র গবেষণা ও নীতি নির্ধারণেই সীমাবদ্ধ নয়, মাস্টার্স ও এম.ফিল, প্রোগ্রামের মাধ্যমে নিপসম ভবিষ্যৎ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকদের গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাদের লক্ষ্য হলো গবেষণাকে মাঠপর্যায়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত করে প্রমাণভিত্তিক নীতি ও পরিকল্পনা তৈরি করা, যাতে প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে এবং একটি সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসাইন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় নিপসমের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আলোকপাত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৈজ্ঞানিক অধিবেশনের নয়টি গবেষণাপত্র উপস্থাপন করা হয় এবং এতে চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন নিপসম পরিচালক অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম।গবেষণাপত্রগুলো স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, নীতি ও প্রোগ্রামের কার্যকারিতা উন্নয়ন এবং জনস্বাস্থ্য খাতে উদ্ভাবনী সমাধান প্রয়োগে সহায়ক হবে বলে জানান বক্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...