আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

আমার দেশ অনলাইন

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা আইনানুগ নির্দেশনা অনুসরণ করেননি। এ কারণে প্রথমে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তদন্ত শেষে আজ চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। এ অবস্থায় দুদক আইন অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন। সময় বাড়ানো হলেও বর্ধিত সময়ের মধ্যেও তারা সম্পদ বিবরণী দাখিল করেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন