সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা আইনানুগ নির্দেশনা অনুসরণ করেননি। এ কারণে প্রথমে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তদন্ত শেষে আজ চার্জশিট অনুমোদন দেওয়া হয়।
তিনি বলেন, দুদকের অনুসন্ধানে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। এ অবস্থায় দুদক আইন অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন। সময় বাড়ানো হলেও বর্ধিত সময়ের মধ্যেও তারা সম্পদ বিবরণী দাখিল করেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

