রাজনৈতিক প্রতিবন্ধকতায় আটকে আছে সাংবাদিক সুরক্ষা আইন
আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১২

ফাইল ছবি
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাইলে আগামী এক মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব।
রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর নানা প্রতিবন্ধকতার শিকার হয়ে অনেক কাজই এগিয়ে নেয়ার সুযোগ হয়নি।
মাহফুজ আলম বলেন, গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন নানা প্রতিবন্ধকতার মধ্যে আটকে আছে। তবে এ আইন দ্রুত আলোর মুখ দেখতে পাবে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com