অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ছুটি থাকবে। চলতি বছরও একই সংখ্যক দিন ছুটি ছিল এই দুই বড় উৎসবে। এই প্রস্তাব গেল বৃহস্পতিবারের বৈঠকেই অনুমোদিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে শিগগিরই।
চলতি বছরও দুই ঈদে ছুটি ছিল ১১ দিন। দীর্ঘ ছুটির কারণে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক, দুর্ঘটনার সংখ্যাও কমেছে অনেক। সে অভিজ্ঞতা থেকে আগামী বছরও একইভাবে ছুটি রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্র।
২০২৬ সালে ঈদুল ফিতরের দিন এবং আগে-পরের দুই দিন মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি থাকবে। ঈদুল আজহার দিন, আগের দুই দিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে। ঈদের আগে ও পরের দিন ছুটি থাকবে নির্বাহী আদেশে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


রোজা কবে শুরু হতে পারে, জানা গেল তারিখ