সিরাত অলিম্পিয়াডের উদ্বোধন: থাকছে ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল

রেজিস্ট্রেশন চলবে ২৫ আগস্ট পর্যন্ত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২১: ২৬

বাংলাদেশে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী চর্চার প্রসারে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫। এই অলিম্পিয়াড শুধুমাত্র প্রতিযোগিতার সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, বরং এটি নবী করিম (সা.)-এর আদর্শ জীবনচর্চার প্রতি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই আয়োজিত হচ্ছে।

সিরাত অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী ও নাগরিক সমাজের মাঝে রাসূল (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র, ও মানবিক গুণাবলির প্রচার। আয়োজনটি দেশব্যাপী পরিচালিত হবে এবং এতে যেকোনো শ্রেণী পেশার পুরুষ ও নারী অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন প্রোগ্রাম গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ রফিকুল ইসলাম মাদানী এবং সমাপনী বক্তব্য প্রদান করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। তাঁদের প্রাঞ্জল ও প্রেরণাদায়ক বক্তব্য অংশগ্রহণকারীদের মাঝে ধর্মীয় অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করে।

Sirat

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড এর চ্যাম্পিয়ন পাবেন ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল, রানার আপ পাবেন ল্যাপটপ ও সিলভার মেডেল। এছাড়া সকল ফাইনলালিস্টের জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন পার্টিসিপেশন সার্টিফিকেট।

প্রতিযোগিতার নির্ধারিত সিলেবাস, অলিম্পিয়াডের নিজস্ব সংকলন “নববী দর্পণ”। একইসাথে উক্ত বইয়ের মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইট উন্মুক্ত করা হয়। ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে সিলেবাস নির্ধারিত বইটি দেয়া হবে সম্পূর্ণ ফ্রী। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।

রেজিস্ট্রেশন লিংক: https://siratolympiad.com/SiratOlympiadRegistretion

এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। যেখানে আজকের তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর ও তথ্যপ্রবাহে বিভ্রান্ত, সেখানে এই ধরনের প্রতিযোগিতা তাদের অন্তর্নিহিত নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে পারে।

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫—এই ব্যতিক্রমী আয়োজন আমাদের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এক মাইলফলক হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত