রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে: সিইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১০: ০৭

প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণে সংলাপ শুরু হয়েছে। শুরুতেই স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের এই আয়োজনের সফলতার জন্য রাজনৈতিক সমর্থন জরুরি। আপনাদের সমর্থন ছাড়া পুরো প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। তারপরও আমরা প্রবাসী বাংলাদেশিদের সীমিত পরিসরে হলেও শুরু করে যেতে চাই।

বিজ্ঞাপন

নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সংলাপ শুরুর পর স্বাগত বক্তব্যে সিইসি এসব কথা বলেন। সঞ্চালনায় ইসির সিনিয়র সচিব আখতার হোসেন।

সংলাপ দুপুর পর্যন্ত চলার কথা রয়েছে। বিএনপি, এনসিপি, সুশীল সমাজের প্রতিনিধিসহ পাঁচ ক্যাটাগরির অংশীজন অংশ নিয়েছে।

ভোটদান পদ্ধতি তিনটি হচ্ছে— পোস্টাল ব্যালট, ই-ভোটিং ও প্রক্সি ভোট।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত