আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির হত্যাকারীদের শাস্তি চেয়ে উত্তরায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

হাদির হত্যাকারীদের শাস্তি চেয়ে উত্তরায় বিক্ষোভ
রাজধানীর উত্তরায় খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ। ছবি : আমার দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং প্রশাসন থেকে ফ্যাসিবাদী দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করেছে খেলাফত মজলিস।

শুক্রবার জুমার নামাজের পর দলটির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়।

বিজ্ঞাপন

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে উত্তরা এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লি, আলেম-ওলামা ও সচেতন জনতা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘদিনের ফ্যাসিবাদী দমন-পীড়নেরই ভয়াবহ বহিঃপ্রকাশ। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে জনমনে চরম ক্ষোভ তৈরি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

তারা আরো অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদী দোসররা সক্রিয় রয়েছে। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এ ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে। তাই দ্রুত প্রশাসনের ভেতর থেকে এসব দোসরদের চিহ্নিত করে অপসারণের জোর দাবি জানান তারা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জসিমুদ্দিন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা “হাদির হত্যাকারীদের ফাঁসি চাই”, “ফ্যাসিবাদী দোসরদের বিচার চাই”, “নিরাপদ বাংলাদেশ চাই”—এমন স্লোগান দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন