মাইলস্টোন ট্র্যাজেডি: চলে গেলেন শিক্ষক মাহফুজাও

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৫: ০৮
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৫: ২৫

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুন মারা গেছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, “মাহফুজার শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।”

বিজ্ঞাপন

৪৫ বছর বয়সী মাহফুজা ওই বিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষক ছিলেন। তাকে নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৫ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১৪ জন, ২৩ জন রোগী এখনও হাসপাতালে ভর্তি আছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত