নিত্যপণ্যের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি: অর্থ উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১১
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৯
ছবি: ভিডিও থেকে নেয়া

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নিত্যপণ্যের বাজার পুরাপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, এতে ব্যবসায়ীদের যোগসাজস রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি

তিনি বলেন, পাশ্ববর্তী দেশ হঠাৎ বলছে চাল দেবো না। এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আতপ চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। আতপ চাল মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আনা হতে পারে ওপেন টেন্ডারের মাধ্যমে।

অর্থ পাচার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, যারা অর্থ পাচার করে তারা সব বুদ্ধিশুদ্ধি জানে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে একটু সময় প্রয়োজন। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয় কিছুটা এগিয়েছে, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু ফিরিয়ে আনা সম্ভব হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত