আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমান দুর্ঘটনায় বেবিচক চেয়ারম্যান-এর গভীর শোক

আমার দেশ অনলাইন

বিমান দুর্ঘটনায় বেবিচক চেয়ারম্যান-এর গভীর শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

এক শোকবার্তায় চেয়ারম্যান বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

বিজ্ঞাপন

তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...