সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান

আমার দেশ অনলাইন

প্রতিহিংসার পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই আমার সাক্ষ্য বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এই আদালতে আগেও বিচার হয়েছে। কিন্তু সেটা বিচারের নামে প্রতিহিংসার প্রতিফলন ঘটেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বিচার হচ্ছে তাতে যেন কোনো ত্রুটি না থাকে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এই জন্যই আমি আজ সাক্ষ্য দিতে এসেছি।
তিনি আরো বলেন, আমি একটি ইতিহাস রেখে যেতে চাই। ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কেমন ছিল সেটা যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই আমি সাক্ষ্য দিতে এসেছি।
মাহমুদুর রহমান আরো বলেন, আমার একাধিক পরিচয় আছে। আমি একটি পত্রিকার সম্পাদক। সেই সঙ্গে আমি লেখালেখিও করি অর্থাৎ লেখক। এছাড়াও আমি একজন ইতিহাস গবেষক। এই তিনটি পরিচয় দিয়েই আমি বাংলাদেশকে দেখার চেষ্টা করছি।
এর আগে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে প্রথম দিন চার ঘণ্টা সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এর মধ্য দিয়ে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তিনি আবারও সাক্ষ্য দেবেন। সাক্ষ্য শেষে তার জেরাও হবে।
সোমবার বেলা ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর ১.৩০ মিনিট থেকে ২.৩০ মিনিট পর্যন্ত বিরতি দিয়ে আবার চলে তার সাক্ষ্যগ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়।
মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকার কীভাবে বিরোধী দল, বিরোধী মতকে দমন করত, কিভাবে গণতান্ত্রিক পদ্ধতির সরকার পরিবর্তিত করে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই প্রসঙ্গে তিনি (মাহমুদুর রহমান) সাক্ষ্য ইতোমধ্যে দিয়েছেন।

প্রতিহিংসার পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই আমার সাক্ষ্য বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এই আদালতে আগেও বিচার হয়েছে। কিন্তু সেটা বিচারের নামে প্রতিহিংসার প্রতিফলন ঘটেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বিচার হচ্ছে তাতে যেন কোনো ত্রুটি না থাকে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এই জন্যই আমি আজ সাক্ষ্য দিতে এসেছি।
তিনি আরো বলেন, আমি একটি ইতিহাস রেখে যেতে চাই। ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কেমন ছিল সেটা যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই আমি সাক্ষ্য দিতে এসেছি।
মাহমুদুর রহমান আরো বলেন, আমার একাধিক পরিচয় আছে। আমি একটি পত্রিকার সম্পাদক। সেই সঙ্গে আমি লেখালেখিও করি অর্থাৎ লেখক। এছাড়াও আমি একজন ইতিহাস গবেষক। এই তিনটি পরিচয় দিয়েই আমি বাংলাদেশকে দেখার চেষ্টা করছি।
এর আগে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে প্রথম দিন চার ঘণ্টা সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এর মধ্য দিয়ে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তিনি আবারও সাক্ষ্য দেবেন। সাক্ষ্য শেষে তার জেরাও হবে।
সোমবার বেলা ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর ১.৩০ মিনিট থেকে ২.৩০ মিনিট পর্যন্ত বিরতি দিয়ে আবার চলে তার সাক্ষ্যগ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়।
মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকার কীভাবে বিরোধী দল, বিরোধী মতকে দমন করত, কিভাবে গণতান্ত্রিক পদ্ধতির সরকার পরিবর্তিত করে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই প্রসঙ্গে তিনি (মাহমুদুর রহমান) সাক্ষ্য ইতোমধ্যে দিয়েছেন।

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪০ মিনিট আগে
পরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘণ্টা আগে