ডিইউজে আমার দেশ ইউনিটের প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার
আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা ও শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সোমবার বিকেলে আমার দেশ -এর প্রধান কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আমার দেশ ইউনিটের আয়োজনে প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান।
ইউনিট প্রধান বাছির জামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, উপ-সম্পাদক সুলতান মাহমুদ বাদল, বার্তা সম্পাদক মো. ইলিয়াস হোসাইন, ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বশীর আহমদ প্রমূখ।
এলাহী নেওয়াজ খান বলেন, গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশ সাংবাদিক জাহিদের উপর হামলা হয়েছে। অফিসটি হলো গণতন্ত্রের প্রতীক। আর যেই দলের অফিসে গণমাধ্যম কর্মীর উপর হামলা হয়েছে, সেই দলের প্রতিষ্ঠাতা গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বর্বরোচিত হামলার মাধ্যমে যদি কাউকে অপমান করার উদ্দেশ্য থাকে তবে সেটা অন্য কাউকেই অপমান করেনি বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে।
আলফাজ আনাম বলেন, জন্মের পর থেকেই আমার দেশ-এর লড়াই চলছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমার দেশ তার সাংবাদিকতার নীতি থেকে কখনো সরে আসেনি। এমনকি এখনো সেভাবেই চলছে। যেই দল ৭৫’র পর বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে সেই দলটির অফিসেই সাংবাদিক জাহিদের ওপর হামলা হয়েছে -এটি অত্যন্ত বেদনাদায়ক। বিএনপি বিটের সাংবাদিককেই এভাবে দলটির গুরুত্বপূর্ণ যায়গায় হামলার শিকার হতে হলো এটি ন্যক্কারজনক। এরপরও বিএনপির কাছে আমরা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের প্রতি লিবারেল আচরণ আশা করব।
সুলতান মাহমুদ বাদল বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিএনপির বোধদয় হবে বলে আমি আশা করি।
ইলিয়াস হোসাইন বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় একজন তরুণ ও উদীয়মান সাংবাদিক জাহিদের ওপর নির্মম হামলার তীব্র নিন্দা জানাই। আমার দেশের বিরুদ্ধে কিছু নেতাকর্মীর বিদ্বেষপূর্ণ আচরণ ও মন্তব্যই এই হামলার কারণ। আমরা আশা করব বিএনপি এই হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যেন এধরণের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।
বাছির জামাল বলেন, আমরা কোনো দল, প্রতিষ্ঠান ও সরকারের বিরুদ্ধে নই, আবার কারও কাছে দায়বদ্ধও নই। আমরা পাঠক ও দেশের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরি। এটি যদি আমাদের অপরাধ হয় -এর মূল্য দিতে আমরা প্রস্তুত রয়েছি।
ড. সরদার আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমার দেশের সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান, বাংলাদেশ উইম্যান জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক লাবিন রহমান ও মোহাম্মদ শামসুদ্দীন প্রমুখ।
পরে আমার দেশ কার্যালয়ে উপস্থিত হয়ে সংহতি জানান ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
আমার দেশ সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা ও শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সোমবার বিকেলে আমার দেশ -এর প্রধান কার্যালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আমার দেশ ইউনিটের আয়োজনে প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান।
ইউনিট প্রধান বাছির জামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, উপ-সম্পাদক সুলতান মাহমুদ বাদল, বার্তা সম্পাদক মো. ইলিয়াস হোসাইন, ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বশীর আহমদ প্রমূখ।
এলাহী নেওয়াজ খান বলেন, গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশ সাংবাদিক জাহিদের উপর হামলা হয়েছে। অফিসটি হলো গণতন্ত্রের প্রতীক। আর যেই দলের অফিসে গণমাধ্যম কর্মীর উপর হামলা হয়েছে, সেই দলের প্রতিষ্ঠাতা গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বর্বরোচিত হামলার মাধ্যমে যদি কাউকে অপমান করার উদ্দেশ্য থাকে তবে সেটা অন্য কাউকেই অপমান করেনি বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে।
আলফাজ আনাম বলেন, জন্মের পর থেকেই আমার দেশ-এর লড়াই চলছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমার দেশ তার সাংবাদিকতার নীতি থেকে কখনো সরে আসেনি। এমনকি এখনো সেভাবেই চলছে। যেই দল ৭৫’র পর বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে সেই দলটির অফিসেই সাংবাদিক জাহিদের ওপর হামলা হয়েছে -এটি অত্যন্ত বেদনাদায়ক। বিএনপি বিটের সাংবাদিককেই এভাবে দলটির গুরুত্বপূর্ণ যায়গায় হামলার শিকার হতে হলো এটি ন্যক্কারজনক। এরপরও বিএনপির কাছে আমরা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের প্রতি লিবারেল আচরণ আশা করব।
সুলতান মাহমুদ বাদল বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিএনপির বোধদয় হবে বলে আমি আশা করি।
ইলিয়াস হোসাইন বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় একজন তরুণ ও উদীয়মান সাংবাদিক জাহিদের ওপর নির্মম হামলার তীব্র নিন্দা জানাই। আমার দেশের বিরুদ্ধে কিছু নেতাকর্মীর বিদ্বেষপূর্ণ আচরণ ও মন্তব্যই এই হামলার কারণ। আমরা আশা করব বিএনপি এই হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যেন এধরণের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।
বাছির জামাল বলেন, আমরা কোনো দল, প্রতিষ্ঠান ও সরকারের বিরুদ্ধে নই, আবার কারও কাছে দায়বদ্ধও নই। আমরা পাঠক ও দেশের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরি। এটি যদি আমাদের অপরাধ হয় -এর মূল্য দিতে আমরা প্রস্তুত রয়েছি।
ড. সরদার আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমার দেশের সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান, বাংলাদেশ উইম্যান জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক লাবিন রহমান ও মোহাম্মদ শামসুদ্দীন প্রমুখ।
পরে আমার দেশ কার্যালয়ে উপস্থিত হয়ে সংহতি জানান ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
মসজিদ ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়ন বিষয়ে কর্মশালা করেছে বাংলাদেশ মসজিদ মিশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাটাবন সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা সভাপতিত্ব করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।
২৩ মিনিট আগেতৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রত্যেকে নিজ নিজ কাজ করবে- আমরা এটাই মনে করি। মানবাধিকার সংগঠনগুলো তাদের কাজ করবে। তবে সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না।
৪০ মিনিট আগেজুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষ আদেশের খসড়া আজ বুধবার জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেবেন বিশেষজ্ঞরা।
২ ঘণ্টা আগেদেশে গত একযুগে ৬৭ হাজার ৮৯০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত এবং এক লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছেন। ২০১৪ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত হতাহতের এই পরিসংখ্যান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
৩ ঘণ্টা আগে