আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৪৬১

স্টাফ রিপোর্টার
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৪৬১

ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ৪৬১কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর বাইরে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার হয়েছেন ১১৮৯ জন।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিশেষ এই অভিযানে বিদেশি পিস্তল একটি, গুলি ছয় রাউন্ড, দেশীয় তৈরি বন্দুক দুইটি, দেশীয় তৈরি শুটার গ্যানএকটি ও সামুরাই একটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পতিত স্বৌরশাসক শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী এবং ভারতে পলাতক গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত হয়। ৭ ফেব্রুয়ারি রাতে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রীর বাড়িতে আক্রমণের শিকার হন ১৫-১৬ জন শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের ওপর আক্রমণ করা হয়। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন