সম্পদের হিসাবসহ কূটনীতিক পাসপোর্ট জমা দিলেন আসিফ
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪০

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
সকল সম্পদের হিসাব ও কূটনীতিক পাসপোর্ট জমা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ইতোমধ্যে তিনি তার সম্পদের হিসাব জমা দিয়েছেন। একইসঙ্গে দিয়েছেন কূটনীতিক পাসপোর্টও জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমি নির্বাচন করবো, এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করবো, কোন দল থেকে করবো, সেটা পরবর্তী বিশ্লেষণ।’
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com