ইতিহাসের মোড় ঘুরানো ডাকসুর ফলাফল আসছে: পিনাকী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০০: ০৮

ইতিহাসের মোড় ঘুরানো ডাকসুর ফলাফল আসছে আর অল্পক্ষণ পরেই বলে মন্তব্য করেছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পিনাকী লেখেন, ‘ছাত্ররা যে রায় দিয়েছে সেটাই ফলাফলে দেখতে চাই। এরে জিএস দেন, ওরে এজিএস দেন এই কিসিমের কোন নেগোসিয়েশন যারা করতে যাবে, তাদের কপালে খারাবি আছে। আগেই বলে দিলাম। পরে বইলেন না সাবধান করিনি।

ইতিহাসের মোড় ঘুরানো ডাকসুর ফলাফল আসছে আর অল্পক্ষণ পরেই। জয় হোক জুলাই বিপ্লবের স্পিরিটের, পরাজিত হোক দিল্লি।

ইনকিলাব জিন্দাবাদ।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত