বাংলাদেশকে স্বাগত জানিয়েছে নাসা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২১: ১৩
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১: ১৩

বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে চুক্তিতে স্বাক্ষর করে নাসার সঙ্গে মঙ্গলবার যুক্ত হয়েছে। এ প্রেক্ষিতে মহাকাশ গবেষণা সংস্থাটি বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। আর্টেমিস চুক্তির প্রতিশ্রুতি এবং এই নীতিমালা বাস্তবায়নে স্বাক্ষরকারীদের প্রচেষ্টা মহাকাশের নিরাপদ ও টেকসই অনুসন্ধানকে সমর্থন করে।

নাসার ভারপ্রাপ্ত প্রশাসক জ্যানেট পেট্রো এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার বাংলাদেশের রাজধানী ঢাকায় এক স্বাক্ষর অনুষ্ঠানের পর, মানবতার কল্যাণে মহাকাশের নিরাপদ ও দায়িত্বশীল অনুসন্ধানে প্রতিশ্রুতিবদ্ধ ৫৪তম দেশ হিসেবে বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছে নাসা। জ্যানেট পেট্রো বলেন ‘এই চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর দেখে আমরা রোমাঞ্চিত।’

বিজ্ঞাপন

তিনি বলেন, মহাকাশ অনুসন্ধানের ভবিষ্যৎ গঠনে বাংলাদেশ তার ভূমিকা নিশ্চিত করে। এটি নিশ্চিত করার বিষয়ে যে চাঁদে - এবং তার বাইরে - আমাদের যাত্রা শান্তিপূর্ণ, টেকসই এবং স্বচ্ছ। আমরা একসাথে কাজ করার, একে অপরের কাছ থেকে শেখার এবং বাংলাদেশের অবিশ্বাস্য প্রতিভা এবং দৃষ্টিভঙ্গি মহাকাশে মানবতার পরবর্তী মহান অধ্যায়ে কীভাবে অবদান রাখবে তা দেখার জন্য উন্মুখ।

বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন দেশের পক্ষে মঙ্গলবার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছেন। বাংলাদেশে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এস সময় জ্যানেট পেট্রো ভিডিও বার্তায় তার এ মন্তব্য করেছেন।

এদিকে চুক্তির পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আর্টেমিস চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার নাসা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দেশের সম্পৃক্ততা বৃদ্ধি করবে।চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ মহাকাশের উন্মুক্ত, দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ অনুসন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে।

২০২০ সালে, নাসা এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও সাতটি প্রাথমিক স্বাক্ষরকারী দেশ আর্টেমিস চুক্তি প্রতিষ্ঠা করে, যা দেশগুলোর জন্য তাদের নাগরিক অনুসন্ধান কার্যক্রমে নিরাপত্তা বৃদ্ধি এবং ঝুঁকি ও অনিশ্চয়তা হ্রাস করার জন্য প্রথমবারের মতো ব্যবহারিক নির্দেশিকাগুলোর একটি সেট। স্বাক্ষরকারীদের এই দলটি আজ ৫০ টিরও বেশি দেশে বৃদ্ধি পেয়েছে।

আর্টেমিস চুক্তিগুলি বহির্বিশ্ব চুক্তি এবং নিবন্ধন কনভেনশন এবং উদ্ধার ও প্রত্যাবর্তন চুক্তি সহ অন্যান্য চুক্তির পাশাপাশি নাসা এবং এর অংশীদারদের দ্বারা সমর্থিত দায়িত্বশীল আচরণের সর্বোত্তম অনুশীলনের উপর ভিত্তি করে তৈরি, যার মধ্যে বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করাও অন্তর্ভুক্ত।

বিষয়:

নাসা

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত