ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান মাহমুদ হাসান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০: ০৫
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০০: ০৯
মো. মাহমুদ হাসান

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। তাকে গ্রেড-১ দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহমুদ হাসান এতদিন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি আদেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত