আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারত-পাকিস্তানসহ পাঁচ সরকারপ্রধানকে ড. ইউনূসের উপহার

স্টাফ রিপোর্টার

ভারত-পাকিস্তানসহ পাঁচ সরকারপ্রধানকে ড. ইউনূসের উপহার

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত, পাকিস্তানসহ পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।

ফ্লাইট শিডিউলের সাপেক্ষে কয়েকদিনের মধ্যে এ উপহার পৌঁছানো সম্পন্ন হবে। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ভারত, পাকিস্তান ছাড়াও ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে উপহার হিসেবে বাংলাদেশের প্রসিদ্ধ এ আম পাঠানো হবে।

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে এসব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে।

পাশাপাশি ভারতের কয়েকটি প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রীর কাছেও আম পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন