আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টার দিকে এই ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

গতকাল সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে আজকের কথা উল্লেখ করে বলা হয়, পাঁচই অগাস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

এতে আরও বলা হয়, বিকাল পাঁচটায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পাশাপাশি, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আহতদের ও নিহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এই দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সকলকে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এ দিবস উপলক্ষে আজ সারা দেশের ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন