ফরিদপুরের সদরপুরে ঘরের দরজার ভেতরে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের সদরপুর থানাধীন খালাসীডাঙ্গি বাবুরচর এলাকার এক কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এ তথ্য জানান।
তিনি জানান, তার সাড়ে তিনবছর এবং দেড়বছর বয়সী দুই শিশুসন্তান ঘরের দরজা লক করে আটকে পড়েছে। ঘরের দরজাটি ছিল পুরু স্টিলের তৈরি, যেটি তাদের পক্ষে ভাঙা সম্ভব নয়। এখন শিশু দুইজন রুমের ভেতর কান্নাকাটি করছে। দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান কলার।
৯৯৯ কলটেকার কনস্টেবল আবু জিহাদ সরকার কলটি গ্রহণ করেছিলেন।
তাৎক্ষণিকভাবে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনে দ্রুত উদ্ধারের ব্যবস্থার জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফাইটার মেহেদি হাসান।
সংবাদ পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালা ভেঙে শিশু দুইজনকে উদ্ধার করে।

