আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি কাজে সবাইকে মনোযোগী হওয়ার পরামর্শ সিইসির

ঢাবি সংবাদদাতা

নির্বাচনি কাজে সবাইকে মনোযোগী হওয়ার পরামর্শ সিইসির

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, সময় খুবই কম। আপনারা যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের যে শাখার যার যে দায়িত্ব রয়েছে কাজে মনোযোগী হন। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য সৎ, একটা ভালো নির্বাচন করতে চাই।

নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন। সভার পর সিইসির কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এ সময় চার নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব ইসি সচিবালয়, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), স্মার্টকার্ডের আইডিয়া প্রকল্প ও এনআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...