
আমার দেশ অনলাইন

বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা। তার এই সফর ঘিরে গাত্রদাহ শুরু হয়েছে ভারতের। বিষয়টি নিয়ে গত ৩০ অক্টোবর বাংলাদেশকে বার্তা দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এবার সেই বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। তবে তিনি ঢাকায় পা রাখলেই যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, এমন প্রত্যাশা বাংলাদেশের কাছে ব্যক্ত করে নয়াদিল্লি।
জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাসসকে বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’
তিনি আরো বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’
এর আগে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’

বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা। তার এই সফর ঘিরে গাত্রদাহ শুরু হয়েছে ভারতের। বিষয়টি নিয়ে গত ৩০ অক্টোবর বাংলাদেশকে বার্তা দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এবার সেই বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। তবে তিনি ঢাকায় পা রাখলেই যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, এমন প্রত্যাশা বাংলাদেশের কাছে ব্যক্ত করে নয়াদিল্লি।
জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাসসকে বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’
তিনি আরো বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’
এর আগে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।’

এবারের বিশ্ব ইজতেমা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সচিবালয়ে তাবলীগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
১ ঘণ্টা আগে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
২ ঘণ্টা আগে
আরিফুল ইসলাম বলেন, আমরা যে ৪৪ জন সচিবের তালিকা দিয়েছিলাম, তা থেকে মাত্র পাঁচজনকে অপসারণ করা হয়েছে। বাকি ৩৯ জনসহ ফ্যাসিবাদী আমলাদের অপসারণ না করা পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচন হতে দেবো না। আমরা বিশ্বাস করি, এই আমলারা আগামী নির্বাচনটাও দিল্লির হয়ে করে দেবে।
২ ঘণ্টা আগে