আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

ঢাবি সংবাদদাতা

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন। রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরেন।

বিজ্ঞাপন

এরপর রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হন তিনি। প্রায় এক ঘণ্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৩টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ মে গভীর রাতে চুপিসারে হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে ব্যাংকক যান সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ। অনেকে ধারণা করেছিলেন, তিনি আর দেশে ফিরবেন না।

হামিদের দেশত্যাগে তুমুল বিতর্ক শুরু হয়। সরকারেরও তীব্র সমালোচনা হয়। এ ঘটনায় সরকার তদন্ত কমিটি গঠন করে এবং সংশ্লিষ্ট কয়েক কর্মকর্তাকে বরখাস্ত করে।

জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় আবদুল হামিদকেও আসামি করা হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, আবদুল হামিদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে ‘চিকিৎসার জন্য’ যেতে দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন