যেখানে-সেখানে ময়লা ফেললে শাস্তির বিধান করছে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৫৪
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৫৫

রাজধানী ঢাকার জলাবদ্ধতার জন্য যত্রতত্র ময়লা ফেলাকে দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। একইসাথে যারা সেখানে সেখানে ময়লা ফেলছে তাদের শাস্তির আওতায় আনতে জরিমানা করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এর নগর ভবনে 'ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা' বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন। প্রশাসক এজাজ বলেন, অবৈধভাবে বসা ফুটপাতে যাদের দোকানপাট রয়েছে এনারাও এ জন্য দায়ী। নাগরিক হিসেবে আমরা কেন ময়লা রাস্তার মধ্যে ফেলবো?

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রাস্তায় ময়লা না ফেলতে জনসচেতনতামূলক কাজ প্রতিদিন করছি। কাজ করার পরও যে পরিমাণ ময়লা মানুষ যেখানে সেখানে ফেলছেন, আমরা এখন চিন্তা করছি যে, এটা নিয়ে শাস্তিমূলক জায়গায় যেতে হবে, এ ছাড়া আর কোন উপায় নেই।

একইভাবে ব্যানার পোস্টার যারা লাগাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক। তিনি বলেন, সারা ঢাকা শহর ব্যানার পোস্টারে ভরিয়ে ফেলা হচ্ছে। আমরা তালিকা করে তাদের চিঠি দিচ্ছি। এর পর জরিমানা করবো।

সংবাদ সম্মেলনে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরশনে উত্তর সিটি করপোরেশনের নেয়া উদ্যোগের বিভিন্ন তথ্য জানান এজাজ। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে আগামী দিনে উত্তর সিটি করপোরেশন যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলোও উল্লেখ করেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত