আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিনাকীর আহ্বানে সেই অফিস সরালো জামায়াত

আমার দেশ অনলাইন
পিনাকীর আহ্বানে সেই অফিস সরালো জামায়াত

লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য বলেছেন, বগুড়ার এই কথিত আওয়ামী লীগ অফিসের দখল জামায়তে ইসলামী ছেড়ে দিয়েছে। জানতে পেরেছি, জেলা প্রশাসন দায়িত্ব নেবে এই স্থাপনার। জামায়তে ইসলামীকে ধন্যবাদ এই সামান্য মানুষের আপত্তিকে গ্রাহ্য করার জন্য।

বৃহস্পতিবার এক পোস্টে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পিনাকী আরো বলেন, এই নতুন বাংলাদেশে স্বাগতম, যেখানে শক্তিশালী রাজনৈতিক দলকেও সাধারণ মানুষের আপত্তি গ্রাহ্য করতে হয়।

ইনকিলাব জিন্দাবাদ।

এর আগে এক পোস্টে পিনাকী বলেন, ‘৫ আগষ্টের আগে আওয়ামিলীগ অফিস, আর ৫ আগষ্টের পরেই জামায়াতের কার্যালয়। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লী মংগল হাট বন্দরের ছবি।

আমার সাজেশন, জায়গাটা কার দেখুন। যদি খাস জমি হয়, সরকারকে দখল বুঝিয়ে দিন। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, তাহলে তাদের ফিরিয়ে দিন।

আর যদি আওয়ামী লীগের হয়। তাহলে বুলডোজার আনুন। তারপরে যা ভালো মনে করেন, সেইটা করেন। কিন্তু কোনভাবেই এইটা জামায়াত দখল করে অফিস বানায়ে রাখতে পারবে না। ফুলস্টপ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন