মোহাম্মদপুরে সহকারী কমিশনারসহ ৩ জন ক্লোজড

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১৩

অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত মোহাম্মদপুরে দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের এক সহকারী কমিশনারসহ (এসি) তিনজনকে ক্লোজড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। তারা হলেন, সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম, এবং ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামান।

শুক্রবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, আকস্মিকভাবে শুক্রবার দুপুরে থানা পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম। এ সময় মাঠের কাজ বাদ দিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত সময় কাটান। পরবর্তীতে এসি মেহেদী হাসানের খোঁজ নিয়ে দেখেন তিনিও তার কর্মস্থলে নেই। পরে কমিশনারের নির্দেশ ওই তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও মোহাম্মদপুর ক্রাইম জোন হিসেবে পরিচিত।

এই পরিস্থিতিতে পুলিশ তাদের দায়িত্ব পালন না করে দায়িত্বে অবহেলার অভিযোগ করেন অনেকে। আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের দায়িত্বে অবহেলার কারণে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত