
ধানি জমিতে পুকুর খননে বাধা, এক্সকাভেটরের চাপায় প্রাণ গেলো যুবকের
‘রাতের খাবার খেয়ে আমরা স্বামী-স্ত্রী দুজনে শুয়ে ছিলাম। মসজিদের মাইকে ঘোষণা এলো বিলে ফসলি জমিতে—পুকুর কাটবে, সবাই বাইরে বের হন। শুনেই সে ঘর থেকে বেরিয়ে গেল। হাত ধরে আটকাতে পারিনি জুবায়েরকে, তবুও চলে গেল।’


