অধ্যাপক ডা. সায়েদুর রহমান
স্টাফ রিপোর্টার
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের গবেষণা তথা ক্লিনিক্যাল ট্রায়াল টাইপ-১। ডায়াবেটিস শিশু-কিশোরদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
শনিবার সকালে রাজধানীতে ক্লিনিক্যাল ট্রায়াল সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইয়েদুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর হাজার হাজার টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশু কিশোর উপকৃত হবে।
বিশেষ সহকারী বলেন, এই ক্লিনিক্যাল ট্রায়াল শুধু বৈজ্ঞানিক ফলাফল নয়, বরং নীতিগত পরিবর্তনের পথ সুগম করবে। বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশে টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়নে এটি এক মাইলফলক হয়ে থাকবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাডাস-এর মহাসচিব মো. সাইফ উদ্দিন। গবেষণার ফলাফল উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব পিটসবার্গ-এর গ্লোবাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. লুও জিং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন-এর ড. এইমহিন এনসব্রো ও মার্গারেট প্লান্ট এবং লোকাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিডিআরসি) ডা. বেদৌরা জাবীন।
গবেষণাটির অর্থায়ন করে দি লিওনা এম অ্যান্ড হ্যারি বি. হেমসলি চ্যারিটেবল ট্রাস্ট পুরো গবেষণা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি অব পিটসবার্গ। গবেষণা কার্যক্রমটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান বারডেমে অবস্থিত পেডিয়াট্রিক ডায়াবেটিস রিসার্চ সেন্টার ( পিডিআরসি)।
৭ থেকে ২৫ বছর বয়সী টাইপ-১ ডায়াবেটিস শিশু-কিশোরদের নিয়ে পরিচালিত এই ট্রায়ালে দু' ধরনের ইনসুলিন-অ্যানালগ (গ্লার্জিন) ও হিউম্যান ইনসুলিনের কার্যকারিতা তুলনা করা হয়।
গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বলে বক্তারা উপাত্ত তুলে ধরে বলেন, গবেষণায় দেখা গেছে, ইনসুলিন (গ্লার্জিন) হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে হিউম্যান ইনসুলিনের তুলনায় বেশি কার্যকর, যা চিকিৎসা নীতিমালায় বড় পরিবর্তন আনতে পারে।
গবেষণায় শুধু চিকিৎসাগত ফলাফল নয়, আরও অন্তর্ভুক্ত ছিল শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিশ্লেষণ।
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের গবেষণা তথা ক্লিনিক্যাল ট্রায়াল টাইপ-১। ডায়াবেটিস শিশু-কিশোরদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
শনিবার সকালে রাজধানীতে ক্লিনিক্যাল ট্রায়াল সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইয়েদুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর হাজার হাজার টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশু কিশোর উপকৃত হবে।
বিশেষ সহকারী বলেন, এই ক্লিনিক্যাল ট্রায়াল শুধু বৈজ্ঞানিক ফলাফল নয়, বরং নীতিগত পরিবর্তনের পথ সুগম করবে। বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশে টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়নে এটি এক মাইলফলক হয়ে থাকবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাডাস-এর মহাসচিব মো. সাইফ উদ্দিন। গবেষণার ফলাফল উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব পিটসবার্গ-এর গ্লোবাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. লুও জিং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন-এর ড. এইমহিন এনসব্রো ও মার্গারেট প্লান্ট এবং লোকাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিডিআরসি) ডা. বেদৌরা জাবীন।
গবেষণাটির অর্থায়ন করে দি লিওনা এম অ্যান্ড হ্যারি বি. হেমসলি চ্যারিটেবল ট্রাস্ট পুরো গবেষণা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি অব পিটসবার্গ। গবেষণা কার্যক্রমটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান বারডেমে অবস্থিত পেডিয়াট্রিক ডায়াবেটিস রিসার্চ সেন্টার ( পিডিআরসি)।
৭ থেকে ২৫ বছর বয়সী টাইপ-১ ডায়াবেটিস শিশু-কিশোরদের নিয়ে পরিচালিত এই ট্রায়ালে দু' ধরনের ইনসুলিন-অ্যানালগ (গ্লার্জিন) ও হিউম্যান ইনসুলিনের কার্যকারিতা তুলনা করা হয়।
গবেষণার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বলে বক্তারা উপাত্ত তুলে ধরে বলেন, গবেষণায় দেখা গেছে, ইনসুলিন (গ্লার্জিন) হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে হিউম্যান ইনসুলিনের তুলনায় বেশি কার্যকর, যা চিকিৎসা নীতিমালায় বড় পরিবর্তন আনতে পারে।
গবেষণায় শুধু চিকিৎসাগত ফলাফল নয়, আরও অন্তর্ভুক্ত ছিল শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিশ্লেষণ।
আগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
১৩ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
৪০ মিনিট আগেসেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন ১২ নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা হতে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
৪০ মিনিট আগেপর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
১ ঘণ্টা আগে