আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাপমাত্রা আরো বাড়ল, চলতি মাসে তীব্র শীতের লক্ষণ নেই

স্টাফ রিপোর্টার

তাপমাত্রা আরো বাড়ল, চলতি মাসে তীব্র শীতের লক্ষণ নেই

সারা দেশে দিনের তাপমাত্রা আরো বেড়েছে। দেশের কোনো কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে অস্বাভাবিক হারে। রোববার (১৮ জানুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিন শনিবার ফেনীতে ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; এর আগের দিন শুক্রবার রেকর্ড করা হয়েছিল টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে রোববার একমাত্র পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা আগের দিন শনিবার একই স্থানে ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, সাধারণত তিনটি পর্যবেক্ষণ সেন্টার এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে তখন শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। সেদিক থেকে দিনরাতের তাপমাত্রা বেড়ে শনিবার থেকে দেশে কোনো শৈত্যপ্রবাহ নেই।

গতকাল রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর এ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।

সংস্থাটি বলছে, চলতি বছরে আবহাওয়া অস্বাভাবিকতা লক্ষণীয়। সাধারণত জানুয়ারি মাসের এই সময়ে যে ধরনের তাপমাত্রা থাকার কথা তা থেকে অনেক বেশি। এতে এই সময়ে যে ধরনের শীত অনুভুত হওয়ার কথা, তা হচ্ছে না।

এ প্রসঙ্গে রোববার রাতে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী ২২ থেকে ২৩ জানুয়ারি সামান্য কমলেও পুনরায় বাড়তির দিকেই থাকবে। এভাবে তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও শীতের অনুভূতিতে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। যে ধরনের মডেল দেখতে পাচ্ছি তাতে চলতি মাসে শৈত্যপ্রবাহ কিংবা তীব্র শীতের কোনো লক্ষণ নেই। বরং ধীরে ধীরে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসেও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

তিন দশকের রেকর্ড পর্যালোচনায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, ১৯৯০ সালের পরে চলতি বছরের আবহাওয়ার এ অবস্থা অস্বাভাবিক। তিনি বলেন, সাধারণত জানুয়ারি মাসের এই সময়ে যে ধরনের তাপমাত্রা থাকার কথা তার থেকে দিন ও রাতের তাপমাত্রা বেশি।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, চলতি মাসের প্রথম দিকে টানা কয়েকদিন ঘনকুয়াশা আর শৈত্যপ্রবাহের পর গত সপ্তাহে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তাতে আশপাশ এলাকার বাতাসের জলীয়বাষ্প শোষণ করে নেওয়ায় বাংলাদেশসহ আশপাশের দেশগুলোতে হঠাৎ তাপমাত্রার এই অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহও নেই; আবার তাপমাত্রা কমারও তেমন কোনো লক্ষণ নেই। মাঝে তাপমাত্রা সামান্য কমলেও আগামী ২৫-২৬ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার এ অবস্থা বিরাজ করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন