আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

৩ বিভাগ ছাড়া সারা দেশে কমবে বৃষ্টি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০: ২২

আজ রোববার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সারা দেশে বৃষ্টিপাত কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গতকাল শনিবার সকালে পরবর্তী ৪৮ ঘণ্টা এ তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

তবে আগামীকাল সোমবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি আরো উন্নত হতে পারে বলে আমার দেশকে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।

বিজ্ঞাপন

শনিবার নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (শনিবার) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সিলেট বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে দেশের অন্যান্য এলাকায় বিচ্ছিন্নভাবে কমবেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারী বৃষ্টিপাত এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে অতিভারী বৃষ্টিপাত বলে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত