আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে করে সামান্য হারে দিনের তাপমাত্রা কমে যেতে পারে এবং গরমের অনুভূতি কিছুটা প্রশমিত হতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা গরমের তীব্রতা খানিকটা কমিয়ে আনবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আগের দিন, বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন