আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেন্টমার্টিন খুলছে ১ ডিসেম্বর: থাকছে রাতযাপনের সুযোগ

আমার দেশ অনলাইন

সেন্টমার্টিন খুলছে ১ ডিসেম্বর: থাকছে রাতযাপনের সুযোগ
সেন্ট মার্টিন দ্বীপ। সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ ডিসেম্বর থেকে বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ শুরু হচ্ছে। কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে জাহাজ চলাচল শুরু হবে এবং এবার পর্যটকরা দ্বীপে রাতযাপন করার সুযোগও পাবেন।

সকালে সকাল ৭টায় কক্সবাজার থেকে জাহাজ ছাড়বে এবং পরদিন বেলা ৩টায় দ্বীপ থেকে ফেরত আসবে। দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটকের জন্য ভ্রমণের অনুমতি দেওয়া হবে, এবং টানা দুই মাসের জন্য সাতটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১ নভেম্বর থেকে দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও রাত্রিযাপনের সুযোগ না থাকায় এখন পর্যন্ত কেউ দ্বীপে যায়নি। সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, ডিসেম্বর থেকে রাতের ব্যবস্থা চালু হওয়ায় পর্যটকদের আগ্রহ বেড়েছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা জানান, পর্যটক পারাপারে কঠোর নজরদারি থাকবে। টিকিট বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনলাইন পোর্টাল থেকে কেনা যাবে, যাতে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকে।

সেন্টমার্টিন ভ্রমণে পরিবেশ সুরক্ষার কঠোর বিধিনিষেধ মেনে চলা আবশ্যক বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন