আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে যুবশক্তির শোক

আমার দেশ অনলাইন
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে যুবশক্তির শোক

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের অন্যতম পুরোধা মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সোমবার ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় যুবশক্তি (এনসিপি)।

বিজ্ঞাপন

দীর্ঘ কর্মজীবনে মাহমুদা বেগম দেশের বিভিন্ন কলেজে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। একই সঙ্গে তিনি জাতিকে ড. মাহমুদুর রহমানের মতো একজন সত্যপ্রতিশ্রুত সন্তান উপহার দিয়েছেন, যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ভারতীয় আধিপত্য রোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

মাহমুদা বেগমের মৃত্যুতে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল যৌথভাবে শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার আত্মার রুহের কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি সমবেদনা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন