কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেস শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৩৪

শোষণ ও বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর ত্রয়োদশ কংগ্রেস শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উদ্বোধন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিবির সভাপতি কমরেড মোঃ শাহ আলম এবং দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস আহ্বায়ক, প্রস্তুতি কমিটির চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উদবোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ।

বিজ্ঞাপন

সিপিবির কংগ্রেসে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা বার্তা পাঠ করেন ত্রয়োদশ কংগ্রেস এর আন্তর্জাতিক উপপরিষদের আহবায়ক মানবেন্দ্র দেব। সিপিবির কংগ্রেস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিভিন্ন দেশের সংগঠনসমূহ প্যালেস্টাইন এর কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট, সিপি আইএম), জাপানের কমিউনিস্ট পার্টি, অস্ট্রেলিয়ার কমিউনিস্ট পার্টি, কুর্দিস্তানের কমিউনিস্ট পার্টি, সাউথ আফ্রিকার কমিউনিস্ট পার্টি, নিউ কমিউনিস্ট পার্টি অব নেদারল্যান্ডস, প্যালেস্টাইন এর কমিউনিস্ট পার্টি, পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, চীনের কমিউনিস্ট পার্টি, শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টি, ব্রিটেনের কমিউনিস্ট পার্টি, গ্রীসের কমিউনিস্ট পার্টি, ব্রাজিলের কমিউনিস্ট পার্টি।

সভাপতির বক্তব্যে কমরেড শাহ আলম বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। দেশীয় রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক; পরিস্থিতি স্বাভাবিক করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে—এটাই পথ।

সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য দুর্বৃত্তায়িত অর্থনীতি-রাজনীতির অবসান ঘটিয়ে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক রাজনীতির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা এবং বাম গণতান্ত্রিক প্রগতিশীল সরকার গঠনের জরুরি কর্তব্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক, কমরেড মিহির ঘোষ। এই কংগ্রেস চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। শেষ দিনে আগামী চার বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশন নির্বাচন ঘোষণা করা হবে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত