আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন আখতার

স্টাফ রিপোর্টার

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের মোট সম্পদের পরিমাণ ২৭ লাখ টাকা। তার নামে কোনো গাড়ি বা বাড়ি নেই। কৃষি, ব্যবসা ও চাকরি থেকে তার বার্ষিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামায় পেশা হিসেবে আখতার হোসেন নিজেকে শিক্ষানবিশ আইনজীবী এবং স্ত্রীকে গৃহিণী উল্লেখ করেছেন। তার নগদ আছে ১৩ লাখ টাকা, আর স্ত্রী সানজিদা আক্তারের আছে ৪ লাখ।

বিজ্ঞাপন

এ ছাড়া ব্যাংকে জমা আছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়। এ ছাড়া নিজের ৭ লাখ ও স্ত্রীর আছে ১০ লাখ টাকার গহনা। নিজের অস্থাবর সম্পদের মোট মূল্য ২৭ লাখ টাকা এবং স্ত্রীর ১৬ লাখ টাকা।

স্থাবর সম্পদ বলতে রয়েছে ১৮ শতাংশ কৃষিজমি। যার বর্তমান মূল্য ২৩ হাজার টাকা।

উল্লেখ্য, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আখতার হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন