ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়: বুলবুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ২০: ১৫

ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

শনিবার ঢাকা মহানগরীর ধানমন্ডি থানার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পরিবারতন্ত্র এসব হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ইসলামকে বাদ দিয়ে নিজস্ব কোন মতবাদে চলার সুযোগ নেই। যারা নিজস্ব মতবাদে বিশ্বাসী তারা আল্লাহর বিধান পালন করল না এবং মানল না।

জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির প্রথমটি হচ্ছে দাওয়াত ও তাবলিগ। দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের মাঝে ইসলামের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছি।

মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ধানমন্ডি থানা আমির হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমদ, মহানগরী মজলিশে শূরা সদস্য ও জোন টিম সদস্য এডভোকেট জসিম উদ্দিন তালুকদার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত