আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‎নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীর সমর্থককে জরিমানা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

‎নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীর সমর্থককে জরিমানা
ছবি: আমার দেশ।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনি আচরণবিধি নিশ্চিতকরণে চট্টগ্রাম-১ সংসদীয় আসনে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন এর পক্ষে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। আচরণবিধি অমান্য করার অভিযোগে নুরুল আমিনের এক সমর্থককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

‎সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট গেইট এলাকায় পরিদর্শনকালে একটি পিকআপভ্যানে ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সংযুক্ত করে এবং প্রচারযন্ত্র ব্যবহার করে প্রচারণা চালানোর সময় মোহাম্মদ তারেক নামে এক ব্যক্তিকে আচরণবিধি ভঙ্গ করতে দেখা যায়।

‎এ ঘটনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫–এর বিধি ৭(খ) ও ৭(গ) লঙ্ঘনের দায়ে বিধি ২৭(ক) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ তারেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন থেকে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ করা হয়।

‎উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার জানান, অভিযান চলাকালে উপস্থিত কর্মী ও সমর্থকদের নির্বাচনি আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়। এ সময় প্রার্থীর সমর্থক ও কর্মী হক সাহেব জরিমানার অর্থ পরিশোধ করেন এবং বিষয়টি প্রার্থীর অগোচরে ঘটেছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...